রাজধানীর ফার্মগেট থেকে বাপ্পী সরকার (২৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে র্যাব। গত বুধবার মধ্যরাতে তাকে গ্রেফতার করা হয়। র্যাব জানায়, বাপ্পী জেএমবির নারী শাখার প্রশিক্ষক হিসেবে কাজ করতেন। তার কাছ থেকে বিপুল পরিমাণ উগ্রবাদী পুস্তক ও নথিপত্র উদ্ধার করা হয়েছে। র্যাব-২ এর কোম্পানি কমান্ডার পুলিশ সুপার মহিউদ্দিন ফারুকী বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বুধবার মধ্যরাতে বাপ্পীকে (২৪) গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা রয়েছে। তিনি আরও বলেন, বাপ্পী জেএমবির নারী শাখার প্রশিক্ষক ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তার কাছ থেকে উগ্রবাদী ও প্রশিক্ষণ সংক্রান্ত বই ও নথিপত্র উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন