শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

গলায় রুটি আটকে শিশুর মৃত্যু

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২ মার্চ, ২০১৯, ১২:০৫ এএম

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রাধানগর ছিয়াত্তরবিঘি এলাকা থেকে ৫ বছরের এক ছেলে সন্তানের লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃত ওই শিশু হল- শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের রাধানগর ছিয়াত্তরবিঘির মো. নুরু আলীর ছেলে ওমর ফারুক।
পুলিশ জানায়, গতকাল শুক্রবার বিকেলে ৫ বছরের ছেলেকে নিজ বাড়ির টিউবওয়েলের কাছে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে এলাকাবাসী থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই শিশুকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পুলিশ আরও জানায়, মৃত অবস্থায় ওই শিশুর বাম হাতে রুটি ও ডান হাতে পানি মগ ছিল।

প্রাথমিকভাবে পুলিশ ও এলাকাবাসী ধারণা করছে, গলায় রুটি আটকে যাবার ফলে মারা যেতে পারে। তবে বেশ কয়েকদিন ধরে সে ঠান্ডা জ্বরে ভুগছিল।
শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) জুলহাস মৃধা জানান, ওই শিশুর শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন