শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সম্পাদকীয়

সার্বজনীন পেনশন ব্যবস্থা চালু হোক

| প্রকাশের সময় : ৪ মার্চ, ২০১৯, ১২:০৫ এএম

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ হিসাবমতে, দেশে বেকারের সংখ্যা ২৭ লাখ। প্রতি বছর এর সঙ্গে যোগ হচ্ছে আরও অনেকে। তাদের অধিকাংশেরই চাওয়া সোনার হরিণস্বরূপ সরকারি চাকরি। কিন্তু সবার মনস্কামনা পূরণ তো সম্ভব নয়। ফলে কারও কারও জীবন থেকে ৪-৫ বছর সময় চলে যায় এর পেছনে ছুটে, যা তাদের কর্মশক্তি কিছুটা হলেও ক্ষয় করে। আমাদের দেশে সরকারি চাকরির প্রধান বৈশিষ্ট্য পেনশন ব্যবস্থা, যা বেসরকারি খাতে নেই। অনেক ক্ষেত্রে দেখা যায়, বেসরকারি চাকরিতে লাখ টাকা বেতনেও জীবনের নিশ্চয়তা না পাওয়ায় তারা চায় সরকারি চাকরি। আর পেনশন যেন ভবিষ্যতের ভরসা। তরুণদের এই একমুখী প্রবণতা হ্রাসের ক্ষেত্রে বেসরকারি খাতেও পেনশন ব্যবস্থা চালু হলে বেকারত্ব হ্রাস পাবে। এ নিয়ে অর্থমন্ত্রী অনেক দিন ধরেই বলে আসছেন, কিন্তু তার অগ্রগতি দেখা যাচ্ছে না।
মো. মাসুদ রানা
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ , ঢাকা বিশ্ববিদ্যালয়

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
md. yousuf ৫ মার্চ, ২০১৯, ২:৫৬ পিএম says : 0
জনাব মাসুদ রানার সাথে আমরা সম্পুর্ন একমত
Total Reply(0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন