ঝালকাঠি জেলার নলছিটি উপজেলাধীন ফয়রায় ছারছীনা দরবার শরীফের আ’লা হযরত পীর সাহেব শুভাগমন করবেন আজ। এ উপলক্ষে বাদ আছর থেকে ফয়রা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে ঈছালে ছওয়াব ও ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে। ৬ নং কুশংগল ও সিদ্ধকাঠী ইউনিয়ন জমইয়তে হিযবুল্লাহর উদ্দ্যেগে আয়োজিত মাহফিলে হযরত পীর সাহেব সফরসঙ্গি বিশিষ্ট ওলামায়ে কেরামগণ ওয়াজ নসীহত করবেন। উক্ত মাহফিলে সকলকে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন ফয়রার পীর সাহেব আলহাজ্ব মাওঃ আব্দুল কুদ্দুস।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন