শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

মিয়ানমারের সেনা সদস্যকে ফেরত দিলো বিজিবি

বিশেষ সংবাদদাতা, কক্সবাজার : | প্রকাশের সময় : ৪ মার্চ, ২০১৯, ১২:০৩ এএম

নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়া মিয়ানমার সেনাবাহিনীর এল আই বি-২৮৭ ব্যাটালিয়নের সদস্য অংবুবু তুহিনকে ফেরত দিয়েছে বিজিবি। গতকাল রোববার দুপুর ১২টায় বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম লাল ব্রিজ সীমান্ত পয়েন্ট দিয়ে এক পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ফেরত দেয়া হয়।
দু’দেশের সীমান্ত রক্ষী ব্যাটালিয়ন পর্যায়ে মধ্যকার সেনা সদস্য ফেরত বিষয়ে আয়োজিত পতাকা বৈঠকে বিজিবির ৯ সদস্যের পক্ষে নেতৃত্ব দেন নাইক্ষ্যংছড়ি ১১বিজিবির অধিনায়ক লে. কর্ণেল আসাদুজ্জামান, ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল আলী হায়দার আজাদ আহমেদ, কক্সবাজার রিজিয়ন দপ্তরের লে. কর্নেল মোস্তাফিজ। অপরদিকে মিয়ানমারের পক্ষে ১২ সদস্যের নেতৃত্ব দেন সে দেশের বিজিপির লে. কর্ণেল জ উই লিয়াং। গত বছর ২৪ জানুয়ারি সন্ধ্যায় নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন ১১ বিজিবি নিয়ন্ত্রিত ভাল্লুখ খাইয়া বামহাতিরছড়া নিকটবর্তী ৪৯ সীমান্ত পিলার এলাকায় ঢুকে পড়েছিলেন মিয়ানমার বিজিপির সৈনিক মংবুবু তুহিন।
জানা গেছে, গত এক বছর পূর্বে কেচিন প্রদেশ থেকে বান্ডুলা ক্যাম্পে সংযুক্ত আসেন মংবুবু। গত ২২ জানুয়ারি বাংলাদেশ সীমান্ত পিলার ৪৯ লেমুছড়ি এলাকা দিয়ে উদ্দেশ্যহীন বাংলাদেশে প্রবেশ করেন তিনি। মিয়ানমারের ওই সেনা সদস্য বাংলাদেশের প্রায় সাড়ে তিন কি. মি. অভ্যান্তরে ঢুকে পড়েছিলেন। ১১ বিজিবির অধিনায়ক লে.কর্ণেল মো. আছাদুজ্জামান জানান, জেনেবা কনভেনশন অনুযায়ী ওই সদস্যকে হস্তান্তর করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন