শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

কোনো অপশক্তিই দেশের অগ্রযাত্রা রুখতে পারবে না-চসিক মেয়র নাছির

প্রকাশের সময় : ১৭ মে, ২০১৬, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, বাংলাদেশ ২০২১ সালের আগেই মধ্য আয়ের দেশে উন্নীত হবে। কোনো অপশক্তিই দেশের অগ্রযাত্রা রুখতে পারবে না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদক্ষ, বিচক্ষণ ও পরিকল্পিত দেশ পরিচালনার কারণে বাংলাদেশ উন্নয়নের মডেল দেশ হিসেবে স্বীকৃতি পাচ্ছে। গতকাল (সোমবার) নগরীর মুসলিম ইনস্টিটিউট হলে বাংলাদেশ শিক্ষক সমিতি চট্টগ্রাম আঞ্চলিক শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
বাংলাদেশ শিক্ষক সমিতি, চট্টগ্রাম আঞ্চলিক শাখার সভাপতি সুনীল চক্রবর্তী এতে সভাপতিত্ব করেন। সম্মেলনের উদ্বোধক ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতি ও বিশ্ব শিক্ষক ফেডারেশনের সহ-সভাপতি রঞ্জিত কুমার সাহা, বিশেষ অতিথি ছিলেন ক্যামব্রিয়ান এডুকেশন গ্রæপের চেয়ারম্যান লায়ন জেলা গভর্নর এম কে বাশার, বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর, মুখ্য আলোচক ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আবুল কাশেম। অনুষ্ঠানে সহ-সভাপতি বজলুর রহমান, সহ-সভাপতি খুরশিদ আলম, যুগ্ম সম্পাদক মো. কাওছার আলী শেখ, সহ-সাংগঠনিক সম্পাদক প্রদীপ কানুনগো আলোচনা করেন। সাংগঠনিক রিপোর্ট পেশ করেন বাংলাদেশ শিক্ষক সমিতি চট্টগ্রাম আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক সৈয়দ লকিতুল্লাহ। অনুষ্ঠান উপস্থাপনা করেন সংগঠনের যুগ্ম সম্পাদক শওকত আলী ও অঞ্চল চৌধুরী। অনুষ্ঠানে ১৪ জন শিক্ষককে সম্মাননা প্রদান করা হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন