জঙ্গি, সন্ত্রাসবাদ ও অপসংস্কৃতির অন্ধকার থেকে দেশের তরুণ ও যুবকদের ইসলামের শান্তির পথে আনতে রাজধানীর ঢাকায় আজ বুধবার থেকে শুরু হচ্ছে দা’ওয়াতের ইসলামীর ৩ দিনের ৫ম সুন্নী ইজতেমা। রাজধানীর এয়ারপোর্টে সিভিল এভিয়েশনের প্রায় একশ’ একর খোলা ময়দানে তিনদিনের এই ইজতেমা আয়োজন করছে অরাজনৈতিক দ্বীনি সংগঠন দাওয়াতে ইসলামী। আগামী শুক্রবার বিশেষ দোয়ার মধ্যদিয়ে শেষ হবে তিনদিনের ইজতেমা। এতে দেশ-বিদেশের কয়েক লাখ মুসলিমের যোগ দেয়ার কথা রয়েছে। তিন দিনের ইজতেমার জন্য গত ১ মাস পূর্ব থেকে প্রস্তুতির কাজ শুরু হয়ে গতকাল ইজতেমার অবকাঠামো সম্পন্ন হয়েছে। সারা দেশ থেকে আসতে শুরু করছেন আশেকানে রাসূল (স.)। আজ শুরু ইজতেমা আগামী শুক্রবার জুমা নামায শেষে আখেরী দোয়ার মাধ্যমে শেষ হবে।
উল্লেখ্য, বাংলাদেশে এবারেরটি ৫ম সুন্নী ইজতেমা। ভারত, নেপাল, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, আফ্রিকা ও পাকিস্তানসহ বিশ্বের ২ শতাধিক দেশে সুন্নী ইজতেমা অনুষ্ঠিত হয়ে আসছে। ১৯৮০ সাল থেকে দাওয়াতে ইসলামির সুন্নী ইজতেমা কার্যক্রম শুরু হয়। দাওয়াতে ইসলামীর মাদানী চ্যানেলে বাংলা, ইংরেজী ও উর্দু ভাষায় এ প্রতিষ্ঠানের কার্যক্রম প্রচারিত হচ্ছে
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন