প্রতারণা করে ৩০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে তোফাজ্জল হোসেন নামে এক ভুয়া ব্যবসায়ীকে কারাগারে পাঠানো হয়েছে। প্রতারণার শিকার ওমর ফারুকের দায়েরকৃত মামলায় আত্মসমর্পণ করতে গেলে মনোহরদীর বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তার জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। ভুয়া ব্যবসায়ী তোফাজ্জল হোসেন শিবপুর উপজেলার কুমড়াদী গ্রামের মৃত আব্দুল হাই’র পুত্র। জানা গেছে, মামলার বাদী ওমর ফারুক নরসিংদীর একজন বিশিষ্ট ব্যবসায়ী। তিনি বিভিন্ন প্রতিষ্ঠানে স্কচটেপসহ বিভিন্ন পণ্য সামগ্রী সরবরাহের ব্যবসা করেন। সে সুযোগে তোফাজ্জল হোসেন ওমর ফারুকের প্রতিষ্ঠানে সুলভ মূল্যে প্রচুর পরিমাণ স্কচটেপ সরবরাহ দেয়ার আশ্বাস দেয়। ওমর ফারুক সরল বিশ্বাসে তার সাথে চুক্তিবদ্ধ হয়ে নগদ ৩০ লাখ টাকা তাকে অগ্রিম প্রদান করে। এ বিশাল অংকের টাকা নিয়ে ভুয়া ব্যবসায়ী তোফাজ্জল হোসেন উধাও হয়ে যায়। তাকে কোথাও খুঁজে না পেয়ে ব্যবসায়ী ফারুক আদালতে একটি মামলা দায়ের করেন।
প্রতারণার মামলায় আসামি হয়ে দীর্ঘদিন পলাতক থাকার পর পুলিশি অভিযানের মুখে বাধ্য হয়ে সে গতকাল আদালতে আত্মসমর্পণ করে। এই অবস্থায় বিজ্ঞ আদালত পক্ষের আইনজীবীদের বক্তব্য শুনানি শেষে ভুয়া ব্যবসায়ী তোফাজ্জল হোসেনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন