দেশে একজনও ভিক্ষুক থাকবে না এই লক্ষ্যে নওগাঁর রাণীনগরে ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচির আওতায় কালিগ্রাম ইউনিয়নের ভিক্ষুকদের মাঝে গবাদিপশু ও নগদ অর্থ বিতরন করা হয়েছে। এই কর্মসূচির আওতায় ওই ইউনিয়নের ৮জন ভিক্ষুককে ৩টি করে ছাগল, ১০টি হাঁস/মুরগি এবং গবাদিপশুর পরিচর্যার জন্য ১হাজার করে টাকাসহ প্রয়োজনীয় উপকরণ ও সহায়তা প্রদান করা হয়েছে। সুবিধাভুগিরা প্রতি মাসে গবাদিপশুর পরিচর্যা করার জন্য ১হাজার করে টাকা পাবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এই কার্যক্রম চালু করা হয়েছে। পর্যায়ক্রমিক ভাবে উপজেলার ৮টি ইউনিয়নের তালিকাভুক্ত সকল ভিক্ষুককে এই কর্মসূচির মাধ্যমে পুনর্বাসন করা হবে বলে সূত্রে জানা গেছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ প্রাঙ্গনে এই কর্মসূচির উদ্বোধন করেন নির্বাহী কর্মকর্তা আল মামুন। এছাড়াও উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা কৃষিবিদ শহীদুল ইসলাম, হিসাবরক্ষণ কর্মকর্তা গোলাম আলী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান, কালিগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিরাজুল ইসলাম বাবলু, সমাজসেবক ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী জাহাঙ্গীর আলম প্রমুখ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন