বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

দ্বীনি শিক্ষা বিস্তারে অনন্য ছিপাতলী মাদরাসা

৪৬তম সালানা জলসায় বক্তারা

চট্টগ্রাম ব্যুরো : | প্রকাশের সময় : ১১ মার্চ, ২০১৯, ১২:০৪ এএম

হাটহাজারী ছিপাতলী জামেয়া গাউছিয়া মুঈনীয়া কামিল (এম এ) মাদরাসার ৪৬তম সালানা জলসা ও ওরছে ক‚ল শনিবার আজিজিয়া কাজেমী কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আল্লাামা মুহাম্মদ আজিজুল হক আল-কাদেরীর সভাপতিত্বে মাদরাসা ময়দানে অনুষ্ঠিত হয়। মাহফিলে বক্তাগণ বলেন, কোরআন হাদীসের সঠিক জ্ঞান ও শিক্ষাদানের ক্ষেত্রে ছিপাতলী মাদরাসা অনন্য ভ‚মিকা পালন করে যাচ্ছে। দ্বীনি শিক্ষা বিস্তার এবং সৎ, নিষ্ঠাবান ও দেশপ্রেমিক নাগরিক তৈরিতে এ মাদরাসার সুনাম আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছেছে। এতে প্রধান অতিথি ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি। সম্মানিত অতিথি ছিলেন দিল্লীর হযরত নেজাম উদ্দিন আউলিয়া (রহ.) দরবারের সাজ্জাদানশীন শাহছুফি সৈয়্যদ মুহাম্মদ আফযল নেজামী।
বিশেষ অতিথি ছিলেন ইসলামি আরবি বিশ^বিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. আহসান উল্লা, বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের মহাসচিব অধ্যক্ষ আল্লামা শাব্বির আহমদ মোমতাজী, ইসলামি আরবি বিশ^বিদ্যালয়ের ডিন প্রফেসর ড. মোহাম্মদ ইলিয়াছ সিদ্দিকী, অধ্যক্ষ আল্লামা মোখতার আহাম্মদ, অধ্যক্ষ আল্লামা মুহাম্মদ ইসমাইল নোামানী, ভারতের হযরত নেজাম উদ্দিন আউলীয়া (রহ.) দরবারের গদীনশীন শাহজাদা পীর সৈয়্যদ আযমল নেজামী। স্বাগত বক্তব্য রাখেন মাদরসার অধ্যক্ষ আল্লামা আবুল ফরাহ মুহাম্মদ ফরিদ উদ্দিন। বক্তব্য রাখেন আল্লামা মুফতি মুহাম্মদ ওবাইয়দুল হক নঈমী, সৈয়্যদ মুহাম্মদ আমিনুল হক আল-কাদেরী, আল্লামা হাফেজ ক্বারী মুহাম্মদ সোলাইমান আনসারী, প্রফেসর ড. আবুল ফাতাহ মুহাম্মদ মহিউদ্দিন, উপাধ্যক্ষ আল্লামা মুহাম্মদ আবদুল অদুদ আল-কাদেরী, আল্লামা মুহাম্মদ শফিউল আলম নেজামী, আল্লামা কাজী মোহাম্মদ মঈনুদ্দিন আশরাফী প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন