চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (বঙ্গবন্ধু চেয়ার) গবেষক পদে ভিসির যোগদানের ঘটনায় উদ্বেগ জানিয়ে বিবৃতি দেওয়ায় ৮ জন সিনেট সদস্যের ওপর ব্যাপক চটেছেন ভিসি প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। গতকাল রোববার ভিসির সভাকক্ষে বিশ^বিদ্যালয় সাংবাদিক সমিতি ও কর্মরত গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময়কালে ৮ জন নির্বাচিত সিনেট সদস্যের ওপর চটে যান তিনি। তিনি বলেন, বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা না নেওয়ার শর্তে আমি এ পদে দায়িত্ব গ্রহণ করেছি। এ বিষয়ে গুটিকয়েক শিক্ষক গণমাধ্যমে নেতিবাচক, মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্তি সৃষ্টি করছেন। এ বিশ্ববিদ্যালয়ে অতীতে প্রচলিত সবধরণের অনৈতিক কর্মকাণ্ড আমি বন্ধ করে দিয়েছি। এ কারণেই আমার বিরুদ্ধে কুচক্রিমহল সক্রিয় হয়েছে। তিনি আরো বলেন, আমার বিরুদ্ধে যে আটজন শিক্ষক বিবৃতি দিয়েছেন তাদের বিরুদ্ধে আগে থেকে বিভিন্ন অভিযোগ রয়েছে
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন