চাঁদপুর শহরে ডাস্টবিনের টিন সেটের নিচে রোববার রাতে গলায় ফাঁস দিয়ে এক টোকাই আত্মহত্যা করেছে।
নিহত ইকবাল হোসেন ডাস্টবিনের টিন সেটের নিচে বাস করত।
জেলা কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক সুফি খাইরুল আলম খোকন বলেন, টোকাই ইকবাল মাদকসেবী ছিল। রেলগেইটে গাম খেয়ে সারাদিন পড়ে থাকতো। রাত হলে ডাস্টবিনের টিন সেটের নিচেই ঘুমাতো। রাতে কমিউনিটি পুলিশের সদস্যরা ফাঁস অবস্থায় তাকে দেখে পুলিশকে জানান।
চাঁদপুর মডেল থানার ওসি মো. নাসিম উদ্দিন বলেন, ইকবাল পেশায় টোকাই। সে গামসহ বিভিন্ন মাদক সেবন করত। টিন সেটে আত্মহত্যার খবর পেয়ে এসআই মিরাজ তার মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠিয়েছেন। আত্মহত্যার কারণ এখনো জানা যায়নি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন