বুধবার ২০ নভেম্বর ২০২৪, ০৫ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

বগুড়ার শিবগঞ্জ পৌরসভায় ১৩ কোটি টাকার কৌশলী টেন্ডারে কাজ পাচ্ছে সিন্ডিকেট

বঞ্চিতরা চায় রিটেন্ডার

বগুড়া ব্যুরো | প্রকাশের সময় : ১১ মার্চ, ২০১৯, ৬:০৩ পিএম | আপডেট : ৬:২৩ পিএম, ১১ মার্চ, ২০১৯

বগুড়ার শিবগঞ্জ পৌরসভার ভৌত অবকাঠামো উন্নয়নের জন্য বরাদ্দকৃত ১৩ কোটি টাকার একটি প্রকল্প কৌশলী টেন্ডার প্রক্রিয়া মাধ্যমে কার্যত একটি সিন্ডিকেট ভাগ বাটোয়ারা করে নিয়েছে বলে অভিযোগ উঠেছে ।

অভিযোগ সুত্রে জানা যায় , ১১ ফেব্রুয়ারি পৌরসভার ভৌত অবকাঠামো উন্নয়ন সংক্রান্ত একটি টেন্ডার খুবই অল্প প্রচার সংখ্যার বাংলা দৈনিক ও অপরিচিত একটি ইংরেজী দৈনিকে মোট ১৯টি গ্রুপে টেন্ডার আহ্বান করা হয়। টেন্ডার আহ্বানের ক্ষেত্রে ইজিপি সিস্টেমও ফলো করা হয়নি । ফলে সংস্লিষ্ট সিন্ডিকেটের বাইরে কারো পক্ষেই তা’ জানা সম্ভব হয়নি। এরপর যারা প্রাপ্ত কাজের বিপরীতে ২০শতাংশ হারে নগদ অর্থ সিন্ডিকেটকে দিতে রাজী হয়েছে তাদেরকেই কেবল শিডিউল বিক্রি করা হয়েছে । মার্চের ৪ তারিখে শিডিউল ওপেন করার পরে দেখা গেছে , ১৯টি গ্রুপের বিপরীতে মোট ৫৭টি শিডিউল জমা পড়েছে । যার সোজা অর্থ হল নিয়ম রক্ষার জন্যই কেবল প্রতিটি গ্রুপের বিপরীতে যাকে কাজ দেওয়া হবে তার স্বপক্ষে সাপোর্টিং টেন্ডার জমা করা হয়েছে ।
তবে শিবগঞ্জ পৌর মেয়র মেয়র তৌহিদুর রহমান মানিক ও পৌরসভার সহকারি প্রকৌশলী রাশেদ হাসান টেন্ডার কার্যক্রমে কোন অনিয়ম বা সিন্ডিকেট করার কথা অস্বিকার করে বলেছেন , ডিএফপি অনুমোদিত পত্রিকাতেই টেন্ডার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আর ইজিপি টেন্ডারিং বাধ্যতামুলক নয়।
তবে ওই পৌরসভার নিবন্ধিত ঠিকাদারদের মধ্যে যারা টেন্ডারে অংশ নেওয়ার সুযোগই পাননি , তারা বলেছেন , আপডেট টেন্ডার আইন অনুযায়ি সব সরকারি টেন্ডারই ইজিপি করা করতে হয়। আর বহুল প্রচারিত স্থানীয় একটি ও জাতীয় দুটি ( ইংরেজি ১টি ও বাংলা ১টি ) পত্রিকায় টেন্ডার বিজ্ঞপ্তি প্রকাশ করাও বাধ্যতামুলক। সেকারনেই তারা ঘোষিত টেন্ডার প্রক্রিয়া বাতিল করে অবিলম্বে রিটেন্ডার করার জন্য স্থানীয় সরকার কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করেছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন