শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

নওগাঁর ধামইরহাটে ভিক্ষুকদের মাঝে গাভী, ছাগল ও হাঁস মুরগী বিতরণ

নওগাঁ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১১ মার্চ, ২০১৯, ৮:০০ পিএম

নওগাঁর ধামইরহাটে ভিক্ষুক পূনর্বাসন প্রকল্পের অধীনে ভিক্ষুকদের মাঝে বাছুরসহ গাভী, ছাগল ও হাঁস-মুরগী বিতরণ করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্ত্বরে এসব সামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায়। নওগাঁ জেলা প্রশাসক মিজানুর রহমান, ধামইরহাট ও জাহানপুর ইউনিয়ন পরিষদের আর্থিক সহায়তায় জাহানপুর ও ধামইরহাট ইউনিয়নের ৪জন ভিক্ষুককে পূনর্বাসনের লক্ষ্যে এসব সামগ্রী বিতরণ করা হয়। দুই জনকে বাছুরসহ গাভী এবং ১জনকে ৩টি ছাগল ও ১০টি পাতিহাঁস এবং অপর জনকে ৩টি ছাগল ও ৫টি মুরগী ও ৫টি পাতিহাঁস বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন ধামইরহাট সরকারি এম এম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোফাজ্জল হোসেন, ধামইরহাট থানার অফিসার ইনচার্জ জাকিরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ই¯্রাফিল হোসেন, ধামইরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান, জাহানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওসমান আলী, ইউপি সচিব উত্তম কুমার মন্ডল, ধামইরহাট প্রেসক্লাবের সভাপতি আব্দুল আজিজ, সাংবাদিক মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক, সাংবাদিক হারুন আল রশীদ প্রমুখ। এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায় বলেন, পর্যায়ক্রমে সকল ভিক্ষুককে ভিক্ষাবৃত্তি থেকে বিরত রেখে তাদেরকে বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন