শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

চসিক পরিচ্ছন্ন কর্মকর্তাকে কাউন্সিলরের মারধর

বিক্ষোভ শেষে মেয়রের হস্তক্ষেপ

চট্টগ্রাম ব্যুরো : | প্রকাশের সময় : ১৫ মার্চ, ২০১৯, ১২:০৫ এএম

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের একজন ওয়ার্ড কাউন্সিলর আন্দরকিল্লাস্থ নগর ভবনে একজন পরিচ্ছন্ন কর্মকর্তাকে মারধরের ঘটনায় কর্মকর্তা-কর্মচারীরা গতকাল বৃহস্পতিবার বিক্ষোভ করেছেন। এতে আড়াই ঘণ্টা কাজ বন্ধ থাকে। পরে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
জানা গেছে, চসিক ৩৪ নং পাথরঘাটা ওয়ার্ডের কাউন্সিলর ইসমাইল হোসেন বালি নগর ভবনে পরিচ্ছন্ন বিভাগের কর্মকর্তা মোঃ মোরশেদুল আলমকে নিজেই মারধর করেন। এতে বিক্ষুব্ধ কর্মকর্তা-কর্মচারীরা তাৎক্ষণিক বিক্ষোভে ফেটে পড়েন। এ সময় আবর্জনা অপসারণ কার্যক্রমও বন্ধ থাকে। নগর ভবনের সামনে সকাল থেকে মাইক লাগিয়ে সমাবেশ, মিছিল ও বিক্ষোভ চলে দুপুর পর্যন্ত আড়াই ঘণ্টা। এতে কর্মকর্তা-কর্মচারীরা কাউন্সিলর ইসমাইল বালিকে নিঃশর্তে ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়।
পরে মেয়র বিক্ষুব্ধ কর্মকর্তা-কর্মচারী ও আক্রান্ত কর্মকর্তা মোরশেদকে ডেকে বিষয়টি দ্রুত সুরাহার আশ্বাস দেন। এরপর বিক্ষোভ স্থগিত করা হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন