শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

হযরত শাহ্ আবদুস্ সোবহান আলক্বাদেরী (র.) ৬৭তম ওরস আজ

চান্দিনা (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১৫ মার্চ, ২০১৯, ১২:০৪ এএম

হযরত মাওলানা শাহ্ সূফী ক্বারী গাজী শায়খ্ সাইয়্যেদ আবদুস্ সোবহান আলক্বাদেরী (র.) ৬৭ তম ওরস মোবারক আজ শুক্রবার কুমিল্লার আরেফে রাব্বানী শাহ্ আবদুস্ সোবহান রিসার্চ সোসাইটিতে অনুষ্ঠিত হবে। রাতব্যাপী ওরসের কর্মসূচির মধ্যে রয়েছে, কোরআন তেলাওয়াত, হযরতের মাজার শরীফ জেয়ারত, পহেলা রজব থেকে ৮ দিন ব্যাপী খতমে ক্বাদেরী, হজরত শাহ্ আবদুস্ সোবহান আলক্বাদেরী (র.) বর্ণাঢ্য জীবনের উপর আলোচনা, জিকির-আজকার, মিলাদ-মাহফিল, ক্বাসিদা পরিবেশন এবং শনিবার ওরসের আখেরি মোনাজাত করবেন আরেফে রাব্বানী শাহ্ আবদুস সোবহান রিসার্চ সোসাইটির প্রতিষ্ঠাতা মোহতারাম হজরত রুহুল আমিন সাবের সোবহানী আলক্বাদেরী।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন