এবারের উপজেলা পরিষদ নির্বাচনে কুমিল্লায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৫ জন প্রার্থী জয়ী হতে যাচ্ছে। কুমিল্লা -৫ উপজেলায় আওয়ামী লীগ ছাড়া অন্য দলগুলোর অংশগ্রহণ করায় আওয়ামী লীগের নৌকা প্রতীকের অন্তত ৫ প্রার্থী চেয়ারম্যান হচ্ছেন বিনাভোটে!
গত বুধবার (১৩ মার্চ) ছিল চতুর্থ ধাপের কুমিল্লা ১৩ উপজেলায় মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। সেখানে দেখা গেছে, ৫ উপজেলায় সরে গেছেন নৌকার প্রতিদ্ব›দ্বী প্রার্থীরা। সে হিসাবে ৫ উপজেলায় চেয়ারম্যান হতে ভোট করতে হচ্ছে না নৌকার প্রার্থীদের। বাকি ৮ উপজেলায় নৌকার প্রার্থীরা দলের বিদ্রোহী প্রার্থীদের সঙ্গে লড়বেন। এ পাঁচ উপজেলার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের ১৫টি পদেই ভোট ছাড়া জয়ী হতে যাচ্ছেন আওয়ামী লীগের প্রার্থীরা। কুমিল্লার যে ৫ উপজেলায় আ.লীগের প্রার্থীরা বিনা প্রতিদ্ব›িদ্বতায় বিজয়ী হচ্ছেন তারা হলেন, কুমিল্লার চৌদ্দগ্রামে চেয়ারম্যান পদে আবদুস সোবহান ভূইয়া হাসান, নাঙ্গলকোটে সামসুদ্দিন হায়দার কালু, লাকসামে অ্যাড. ইউনুস ভূইয়া, মনোহরগঞ্জে মো. জাকির হোসেন, দেবীদ্বারে আলহাজ জয়নাল আবেদীন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন