শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

গ্যাসের দাম বাড়লে আন্দোলন : গণফোরাম

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৫ মার্চ, ২০১৯, ১২:২৬ এএম

নতুন করে গ্যাসের দাম বাড়ানোর উদ্যোগের কথা ভাবছে সরকার। গ্যাসের দাম বাড়ানো সম্পূর্ণ অযৌক্তিক উল্লেখ করে এই প্রস্তাবের প্রতিবাদ জানিয়ে কঠোর আন্দোলনের হুশিয়ারি দিয়েছে গণফোরাম। গতকাল গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে গণফোরাম বলেছে, গ্যাসের দাম বাড়ানো হলে কঠোর কর্মসূচি দেয়া হবে। দলটির তথ্য ও গণমাধ্যম সম্পাদক রফিকুল ইসলাম পথিকের স্বাক্ষরিত বিবৃতিতে এ কথা জানানো হয়।
বিবৃতিতে গ্যাসের মূল্যবৃদ্ধির প্রস্তাব প্রত্যাহারের দাবি জানিয়েছেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। তিনি বলেন, গণশুনানির নামে প্রতারণা ও এলএনজি ব্যবসায়ীদের মুনাফার স্বার্থে গ্যাসের দাম বাড়ানোর পাঁয়তারা বন্ধ করা না হলে আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে। গ্যাসের মূল্যবৃদ্ধিকে অযৌক্তিক আখ্যা দিয়ে কামাল হোসেন বলেন, এ সিদ্ধান্ত সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বাড়াবে, উৎপাদন ও উন্নয়ন বাধাগ্রস্ত হবে। এ ছাড়া শিল্পকারখানা ও পরিবহনব্যবস্থা হুমকির মুখে পড়বে বলে তিনি উল্লেখ করেন।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন