স্টাফ রিপোর্টার : জাগপা সভাপতি শফিউল আলম প্রধান বলেছেন, ক্ষমতায় যেতে বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন ২০ দলীয় জোটকে ইসরাইলের কাছে ধরনা দিতে হয় না। আমরা আল্লাহ ও ক্ষমতার মালিক জনগণের উপর নির্ভর করি। নিজেদের আত্মাকে ভারতের কাছে বন্ধক রেখে কারা অবৈধভাবে ক্ষমতায় এসেছে দেশবাসী ও তাবৎ দুনিয়া তা জানে। দিল্লির পেয়ারে ইসরাইলের সাথে কাদের সম্পর্ক কারা আত্মীয়তার বন্ধনে আবদ্ধ তা দেশবাসীর অজানা নয়।
গতকাল বুধবার সকাল ১১টায় আসাদ গেইট দলীয় কার্যালয়ে কেন্দ্রীয় কমিটির নির্বাহী সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাগপার সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান পরিচালনায় সভায় বক্তব্য রাখেন নির্বাহী কমিটির সদস্য মহিউদ্দিন বাবলু, আবু মোজাফফর মোঃ আনাছ, আসাদুর রহমান খান, এড. মজিবুর রহমান, সৈয়দ শফিকুল ইসলাম, অধ্যাপক ইকবাল হোসেন প্রমুখ।
জনাব প্রধান বলেন, বাংলাদেশ রাষ্ট্রের জন্মের শুরু থেকেই ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’ ও ইসরাইলী মোসাদের খেলা দেশবাসী দেখেছে। এদের দেশ ও ধর্মবিরোধী চক্রান্ত রুখতে বঙ্গবন্ধু মুজিব ও শহীদ প্রেসিডেন্ট জিয়াকে জীবন দিতে হয়েছে। জালিমশাহীর ক্ষমতার খুটি কারা, ছাত্র-শ্রমিক ও পল্লীর কৃষকও তা জানে। সুতরাং মোসাদ ও আসলাম চৌধুরীর কার্ড দেখিয়ে ফায়দা হবে না
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন