শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

নাসিরনগরে সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৬ মার্চ, ২০১৯, ৩:২৯ পিএম

শিক্ষা মন্ত্রণালয়ের অর্থায়নে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে নাসিরনগরে সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ শনিবার সকালে নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। প্রধান শিক্ষক মোঃ আবদুর রহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে ভাষা সাহিত্য, গণিত ও কম্পিউটার,দৈনন্দিন বিজ্ঞান, বাংলাদেশ মুক্তিযুদ্ধ ও স্টাডিজ বিষয়ের ওপর মোট ১২ জন শিক্ষার্থীকে ১ হাজার করে টাকা ও সনদপত্র শিক্ষার্থীদের হাতে তুলে দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মাকছুদুর রহমান। সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতায় অংশ নেয়া বিজয়ীদের মধ্যে উপজেলার বিভিন্ন স্কুল,কলেজ ও মাদ্রাসা থেকে বাছাই করা ৭২ জন শিক্ষার্থী তিনটি গ্রুপে বিভক্ত হয়ে এই সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ ১২ জন মেধা শিক্ষার্থীদেরকে বৃত্তি ও সনদপত্র প্রদান করা হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন