স্টাফ রিপোর্টার : বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে বাংলাদেশ ডেন্টাল সোসাইটির নেতৃবৃন্দের এক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ভিসি’র কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডা. কামরুল হাসান খান। এসময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (গবেষণা ও উন্নয়ন) প্রফেসর ডা. মো. শহীদুল্লাহ সিকদার, প্রো-ভিসি (শিক্ষা) প্রফেসর ডা. এ এস এম জাকারিয়া (স্বপন), কোষাধ্যক্ষ প্রফেসর ডা. মো. আলী আসগর মোড়ল, রেজিস্ট্রার প্রফেসর ডা. এবিএম আব্দুল হান্নান, প্রক্টর প্রফেসর ডা. মো. হাবিবুর রহমান দুলাল, বাংলাদেশ ডেন্টাল সোসাইটির সভাপতি প্রফেসর ডা. মো. আবুল কাসেম, সহ-সভাপতি ও বিএসএমএমইউ’র চীফ এস্টেট অফিসার ডা. একেএম শরীফুল ইসলাম, মহাসচিব সহযোগী অধ্যাপক ডা. হুমায়ুন কবীর বুলবুল প্রমুখসহ বাংলাদেশ ডেন্টাল সোসাইটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন