শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

দুই আসামিকে গ্রেপ্তারের নির্দেশ ট্রাইব্যুনালের

প্রকাশের সময় : ১৯ মে, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই আসামির বিরুদ্ধে সাত অভিযোগ আমলে নিয়ে তাদের গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই আসামিরা হলেন- হবিগঞ্জের মো. লিয়াকত আলী (৬১) ও কিশোরগঞ্জের আমিনুল ইসলাম ওরফে রজব আলী (৬২)।
বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল গতকাল (বুধবার) এসব অভিযোগ আমলে নিয়ে দুই আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন।
বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের সময় গণহত্যা, হত্যা, অপহরণ, আটক, নির্যাতন ও লুটপাটের মতো মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে।
প্রসিকিউশনের পক্ষে এ সময় রানা দাশ গুপ্ত, রেজিয়া সুলতানা চমন ও তাপস কান্তি বল আদালতে উপস্থিত ছিলেন।  পরে রেজিয়া সুলতানা চমন বলেন, আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের পর পলাতক ওই দুই আসামিকে  গ্রেপ্তারের জন্য পরোয়ানা জারির আবেদন করা হয়েছিল। আদালত শুনানি নিয়ে তা মঞ্জুর করেছে। আগামী ২১ জুন পরবর্তী আদেশের জন্য বিষয়টি তালিকায় আসবে।  
তাদের বিরুদ্ধে সাত অভিযোগ আনা হয়েছে। প্রথম অভিযোগে বলা হয়, ১৯৭১ সালের ১৮ সেপ্টেম্বর লিয়াকত ও রজব রাজাকার ও পাকিস্তানি সেনাদের নিয়ে লাখাই থানার কৃষ্ণপুর গ্রামে গণহত্যা, লুটপাটের ঘটনা ঘটান। ওইদিন কৃষ্ণপুর গ্রামে নৃপেণ রায়ের বাড়িতে রাধিকা মোহন রায় ও সুনীল শর্মাসহ ৪৩ জন হিন্দুকে গুলি করে হত্যা করা হয়।
দ্বিতীয় অভিযোগে হবিগঞ্জের লাখাই থানার চন্ডিপুর গ্রামে গণহত্যা ও লুটপাট, তৃতীয় অভিযোগে লাখাই থানার গদাইনগর গ্রামে গণহত্যা ও লুটপাট, চতুর্থ অভিযোগে অষ্টগ্রাম থানার সদানগর গ্রামে শ্মশানঘাটে হত্যা ঘটনার কথা বলা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন