নিউজিল্যান্ডে নামাজরত মুসলমানদের উপর হামলার প্রতিবাদে এক সভায় বক্তাগণ এ হত্যাকাণ্ডকে ইসলাম বিদ্বেষ ও বর্ণবাদী আচরণের প্রতিফলন বলে মন্তব্য করেন। তারা গণহত্যার বিরুদ্ধে বিশ্বব্যাপী প্রতিবাদেরও ডাক দেন। গতকাল (সোমবার) নগরীর হামজারবাগে এফ এ ইসলামিক মিশন ওয়াকফ কমপ্লেক্সের উদ্যোগে সংগঠন কার্যালয়ে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের চেয়ারম্যান আল্লামা সৈয়দ মুহাম্মদ জয়নাল আবেদীনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বৈরুত গ্লোবাল ইউনিভার্সিটির শিক্ষক আল্লামা ড. সৈয়দ জামাল মুহাম্মদ সাক্বার। বক্তব্য রাখেন মাষ্টার মুহাম্মদ আবুল হোসাইন, মুহাম্মদ আনোয়ার উদ্দিন, মুহাম্মদ মাছুমুর রশিদ কাদেরী, মুহাম্মদ মিনহাজ উদ্দিন সিদ্দিকী প্রমুখ। এদিকে নামাজরত মুসল্লিদের হত্যার প্রতিবাদে বিশ্ব সুন্নী আন্দোলন মহানগর শাখা এক মানববন্ধন প্রেসক্লাব চত্বরে অনুষ্ঠিত হয়। আল্লামা আবু আরেফ সারতাজের সভাপতিত্বে মানববন্ধনে এমদাদ সায়ীফ, হাফেজ ইলিয়াস শাহ, সালেহ সুফিয়ান ফরহাদাবাদী, মফিজুর রহমান, শেখ নঈম উদ্দিন, নিজাম উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন