শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

পটিয়ায় এমপির ইউনিয়নে পুলিশি অভিযানে এলাকা পুরুষশূন্য

ঘরে ঘরে তল্লাশি

প্রকাশের সময় : ১৯ মে, ২০১৬, ১২:০০ এএম

পটিয়া উপজেলা সংবাদদাতা : ইউপি নির্বাচনকে কেন্দ্র করে চট্টগ্রামের পটিয়ার এমপি সামশুল হক চৌধুরীর গ্রামের বাড়ি শোভনদন্ডী ইউনিয়নে প্রতিদিন চলছে পুলিশি অভিযান। ঘরে ঘরে পুলিশি তল্লাশি। পুলিশের ভয়ে এখন অনেক বাড়িতে পুরুষশূন্যতা বিরাজ করছে। বিশেষ করে পুলিশ বিএনপির চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ঘরে ঘরে তল্লাশি চালিয়ে ভয়ভীতি দেখিয়ে হয়রানি করছে বলে এলাকার লোকজনের অভিযোগ। পুলিশ গত ১৩মে রাতে শোভনদন্ডী এলাকার আমজাদ হোসেন পিতা মনির আহম্মদ নামের এক গার্মেন্টস এক্সসরিজ ব্যবসায়ীকে আটক করে ২০১৫ সালের একটি ছিনতাই মামলায় গ্রেফতার দেখিয়ে জেলহাজতে প্রেরণ করে। এছাড়া ডিবি পুলিশ গত ১৭ মে রাতে শোভনদন্ডীর মল্লপাড়ার দশ ঘরে অভিযান চালিয়ে লোকজনের রাতের ঘুম হারাম করে দেয়। গত ১৭ মে পটিয়া উপজেলা পরিষদের আইন-শৃঙ্খলা সমন্বয় সভায় উপস্থিত জেলা প্রশাসককে শোভনদন্ডী ইউনিয়নের বিএনপির মনোনীত চেয়ারম্যান প্রার্থী হাজী সামশুল আলম এ অভিযোগ করেন। বিএনপি প্রার্থী অভিযোগে জানান, তার ইউনিয়নে নৌকার মনোনীত প্রার্থীকে বিজয়ী করার জন্য নির্বাচনের আগে থেকেই পুলিশী ভয়ভীতি দেখিয়ে ভোটারদের মধ্যে হতাশাভাব সৃষ্টি করছে। শোভনদন্ডী ইউনিয়নে বিএনপির প্রার্থীর পক্ষে ব্যাপক জনসমর্থন দেখেই সরকার দলীয় লোকজন এ পরিস্থিতির সৃষ্টি করেছে বলে সামশুল আলমের অভিযোগ। বিএনপি প্রার্থী সামশুল আলম জানান, মনোনয়নপত্র গ্রহণের পূর্বেই তিনিসহ এলাকার প্রভাবশালী লোকজন স্থানীয় এমপির সাথে যোগাযোগ করলে তিনি নির্বাচন সুষ্ঠু হওয়ার আশ্বাস দেয়ায় বিএনপির উক্ত চেয়ারম্যান প্রার্থী মনোনয়ন গ্রহণ করেন। কিন্তু বর্তমানে এলাকায় যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে এতে নির্বাচনের কোন পরিবেশ নেই বলে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হাজী সামশুল আলমের অভিযোগ। বর্তমানে যেভাবে পুলিশি তল্লাশি চলছে তাতে মনে হয় শোভনদন্ডী সন্ত্রাসীর একটি অভয়ারণ্য। এতে এমপির ভাবমর্যাদা ক্ষণœ হচ্ছে বলেও বিএনপি প্রার্থী সামশুল আলম জানায়। পুলিশি হয়রানি বন্ধসহ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের কাক্সিক্ষত ভোটধিকার প্রয়োগে ব্যবস্থা নেয়ার জন্য তিনি সরকারের প্রতি আহ্বান জানান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন