রাজশাহী ব্যুরো: রাজশাহীর চারঘাটে মিলন উদ্দিন (৩২) নামের এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করা হয়েছে। র্যাবের একটি দল মঙ্গলবার রাতে উপজেলার পাইটখালী এলাকা থেকে তাকে আটক করে। তার কাছ থেকে একটি বিদেশী পিস্তল, ২টি ম্যাগজিন ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। অস্ত্র ব্যবসায়ী মিলন ওই উপজেলার ভাটপাড়া গ্রামের দেছের উদ্দীন মাষ্টারের ছেলে। র্যাব-৫ জানায়, থানাধীন পাইটখালী এলাকায় কয়েক জন ব্যবসায়ী অস্ত্র বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন খবরের ভিত্তিতে র্যাব-৫, রেলওয়ে কলোনী ক্যাম্পের একটি অপারেশন দল এএসপি আবু বকর সিদ্দিকের নেতৃত্বে অভিযান চালায়। এসময় মিলন উদ্দীনকে ৭ দশমিক ৬৫ মি.মি. বিদেশী পিস্তল, ২টি ম্যাগজিন, ৫ রাউন্ড গুলি ও একটি মোবাইল সেটসহ আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিলন দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জনিয়েছে র্যাব।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন