আমতলী (বরগুনা) উপজেলা সংবাদদাতা ঃ আমতলীতে বেকু দিয়ে মাটি কাটাকে কেন্দ্র করে মারামারিতে ১ জন নিহত হয়েছে। এলাকাবাসী সূত্রে জানা যায়, আমতলী উপজেলার পূর্ব চিলা গ্রামে মোক্তার হাওলাদারের বাড়ির পূর্ব পাশে বেকু দিয়ে ১টি ভরাট খাল খনন কার্য চলছিল। গত মঙ্গলবার বিকেলে খালের মোড়ে বেকু চালক খাল থেকে মাটি কেটে পশ্চিম পাড়ে মোক্তার হাং-এর বাড়ির পূর্ব সীমানায় ফেলছিল। এ সময় মোক্তার হাং-এর বড় ছেলে মনির বেকু চালককে খালের পাড় চওড়া করে দেয়ার অনুরোধ করে। প্রতিবেশী আসাদুল হাং কয়েক জন লোকসহ বেকুর কাছে গিয়ে মনিরের সাথে ঝগড়া বাধায়। কথা কাটাকাটির এক পর্যায়ে আসাদুল মনিরের মুখ ম-লে প্রচ- এক ঘুষি মারে। উভয় পক্ষের মারামারির এক পর্যায়ে কে বা কারা আসাদুলের পিছন দিক দিয়ে মাথায় আঘাত করে। এতে সে গুরুতর আহত হলে তাকে আমতলী হাসপাতালে এনে ভর্তি করা হয়। সেখান থেকে তাকে বরিশাল হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। রাতে আসাদুলের স্ত্রী রিনা বেগম ১৪ জনকে আসামী করে আমতলী থানায় ১টি হত্যা মামলা দায়ের করে। পুলিশ রাতেই ২ জনকে আটক করে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন