শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

ঢাবি জগন্নাথ হলে দু’টি বহুতল ভবনের নির্মাণ কাজের উদ্বোধন

বিশ^বিদ্যালয় রিপোর্টার : | প্রকাশের সময় : ২০ মার্চ, ২০১৯, ১২:০৪ এএম

 ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হলে শিক্ষকদের আবাসনের জন্য অধ্যাপক অনুদ্বৈপায়ন ভট্টাচার্য আবাসিক শিক্ষক ভবন এবং ছাত্রদের আবাসনের জন্য রবীন্দ্র ভবন এর নির্মাণ কাজ শুরু হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো. আখতারুজ্জামান গতকাল মঙ্গলবার হল চত্বরে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এসময় জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. অসীম সরকার সহ হলের আবাসিক শিক্ষকগণ উপস্থিত ছিলেন। ১১তলা বিশিষ্ট অধ্যাপক অনুদ্বৈপায়ন ভট্টাচার্য আবাসিক শিক্ষক ভবন এবং ১৫ তলা বিশিষ্ট রবীন্দ্র ভবন এর নির্মাণ ব্যয় ধরা হয়েছে ৬৯ কোটি টাকা। প্রথম ধাপে রবীন্দ্র ভবনের ১০তলা পর্যন্ত নির্মাণ করা হবে। সরকারী অর্থায়নে ভবন দু’টি নির্মাণ করা হচ্ছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন