বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১, ২৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

ময়মনসিংহে শ্রেষ্ঠ শিক্ষক নূরুজ্জামান

প্রকাশের সময় : ১৯ মে, ২০১৬, ১২:০০ এএম

গফরগাঁও উপজেলা সংবাদদাতা ঃ ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক (মাধ্যমিক) নির্বাচিত হয়েছেন গফরগাঁও উপজেলার খায়রুল্লাহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ নূরুজ্জামান। শিক্ষা মন্ত্রণালয় ও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৬ উদযাপন উপলক্ষে ময়মনসিংহ জেলার ২০১৬ সালের শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক (মাধ্যমিক) নির্বাচিত হয়েছেন গফরগাঁও উপজেলার খায়রুল্লাহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ নূরুজ্জামান। ১১টি বিষয়ে মূল্যায়ন করে সর্বোচ্চ নম্বর পেয়ে তিনি শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক মনোনীত হন। তিনি অবসরপ্রাপ্ত উপ-সহকারী কৃষি কর্মকর্তা ও মুক্তিযোদ্ধা মোঃ আবদুছ ছালাম ও নূরজাহান বেগমের একমাত্র ছেলে। তিনি ২০০৫ সালে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ে যোগদানের মধ্য দিয়ে শিক্ষকতার জীবন শুরু করেন। ঢাকার সরকারি আলিয়া মাদরাসা থেকে কামিল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে বিএ(অনার্স) ও মাস্টার্স এবং সরকারি টিচার্স ট্রেনিং কলেজ ময়মনসিংহ থেকে কৃতিত্বের সাথে বিএড ডিগ্রী অর্জন করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন