শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাহিত্য

নিকানোর পাররা

| প্রকাশের সময় : ২২ মার্চ, ২০১৯, ১২:০৫ এএম

নিকানোর পাররা লাতিন আমেরিকার চিলির কবি। নিকানোর পাররা’র জন্ম ১৯১৪ সালে। প্রাতিষ্ঠানিক পড়াশোনার কারণে অঙ্কশাস্ত্রবিদ এবং পদার্থবিজ্ঞানী হিসাবে পরিচিতি পেলেও তিনি চিলির এবং লাতিন আমেরিকার একজন প্রধান কবি হিসাবেই স্বীকৃত। লাতিন আমেরিকায় ‘অ্যান্টিপোয়েম’ এবং ‘এমারজেন্সি পোয়েম’-এর ধারণাকে ও চর্চাকে কিছুটা সময়ের জন্য হলেও জনপ্রিয় করেছিলেন। এছাড়া সনাতন বুর্জোয়া নন্দনতত্তে¡র বিরুদ্ধে দাঁড়িয়েই কবিতাকে তীব্র গদ্যগন্ধী করে তোলায় ছিল তার আগ্রহ। ২০১৮ সালের জানুয়ারির ২৩ তারিখ মৃত্যুবরণ করেন সারাজীবন হাঁপানিতে ভোগা, শুধু চিলেতে নয় লাতিন আমেরিকাতেও নয়, গোটা দুনিয়ার সাহিত্য জগতে নতুন ঢেউ নিয়ে আসা এই অমর কবি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন