শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাহিত্য

দেশ ভালো আছে

| প্রকাশের সময় : ২৪ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:০৩ এএম

দেশ ভালো আছে
ফসলি জমির বুকে, গড়ে উঠেছে - বাড়ি
দেশ ভালো আছে, মনু মিয়ার জমিজিরাতও ম্যালা বাড়ছে
বিদেশি আয়ের ছড়াছড়ি, ছেলেরা বিভুইয়ে গ্যাছে
বউ-এর বুক এক খাঁ খাঁ বিরান
একপা একপা ফেলে এগোচ্ছে, অভিমান
সে-ই ক্যান গ্যাছে, দেশ ভালো আছে
কেউ ফিইরা আইছে, বংশীবাদক আতাউর রহমান-এঁর ছোট্ট
দোকান হইছে, আইসা, ফাঁকে ফাঁকে বইসা বইসা
সে-ও গান বান্ধে, সুর বান্ধে, আর নিভৃতে কান্দে
রাইতে - ম্যালা রাইতে, সুর তুললে বাঁশিতে, কেউ তো বোঝে
কখন ভালো নেই মন, কখন আনন্দে
দেশ ভালো আছে, আমাগো সবুজের মা›য় প্যারালাইসিসে ভুগছে
তার পাশে ছেলে - সূর্য ডুবছে
আরও দূরে - চাঁদনী ; অবলা নারী
মেয়েটা গতকাল মরেছে, দেশ ভালো আছে
শুনলাম কোকিল ডাকছে
বসন্ত এসে গেছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন