হারেজের পোলা- ভাতিজা রোকন জানে
সাত মার্চ কিম্বা স্বাধীনতার স্মৃতি কোনহানে
বুকের পাঁজর ভেঙে আসে
জোড়া চোখের জলে ভাসে
যেমনি জামালের বউ ভাবি
ঢেঁকিতে ধান ভানে।
আতর আলীর গোরের পাশে
সীমান্ত প্রহরী আসে
সালাম জানায় কুচকাওয়াজে
অবনত শিরে
সাত মার্চ ভাষণ আর মুক্তিযুদ্ধের
ইতিহাস হঠাৎ কথা কয়
বাপ মজিদের নীড়ে।
আইয়ুব ফকিরের মা, পাড়ার
চেনা দাদী
বলেছিল- স্বাধীনতা আসে
তাল গাছের ঝড়ো বাতাসে
যেমনি ছিঁড়ে কাঁধি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন