কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক ও নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য অসীম কুমার উকিল বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধুর নেতৃত্বে এদেশের জনগণ স্বাধীনতা পেয়েছে আর তারই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। তিনি বলেন, যতদিন রবে শেখ হাসিনার হাতে দেশ, ততদিন পথ হারাবে না বাংলাদেশ। তিনি জননেত্রী শেখ হাসিনার হাতকে আরো বেশী শক্তিশালী করার জন্য স্বেচ্ছাসেবকলীগকে প্রতিটি গ্রাম, ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে সুসংগঠিত করার উদাত্ত আহবান। তিনি গতকাল শুক্রবার বিকালে জেলা পরিষদ অডিটরিয়ামে আটপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির ভাষণে এসব কথা বলেন।
আটপাড়া উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক মোঃ জহিরুল ইসলাম খান হীরার সভাপতিত্বে যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম শফিকের পরিচালনায় সম্মেলন উদ্বোধন করেন জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মারুফ হাসান খান অভ্র। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলহাজ¦ এডভোকেট মোল্লা মোঃ আবু কাওছার, কেন্দ্রীয় যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অধ্যাপিকা অপু উকিল, আটপাড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী মোৎ খায়রুল ইসলাম, সাধারণ সম্পাদক ফেরদৌস রানা আঞ্জু, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক খায়রুর হাসান লিটু, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি এ কে এম আফজালুর রহমান বাবু, সাংগঠসিক সম্পাদক আব্দুল আলীম বেপারী, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কৃষিবিদ সারোয়ার মোর্শেদ আকন্দ জাস্টিস, ত্রাণ ও দুযোর্গ বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল সায়েম, সহ-প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক সাখাওয়াত হোসেন কবির, সদস্য এডভোকেট মুখলেছুর রহমান, সদস্য শাহ ফখরুল ইসলাম ফিরোজ, আব্দুল ওয়াদুদ কালাম ও জেলা স্বেচ্ছাসবক লীগের সহ-সভাপতি এস এম সারোয়ার আলম রুকন প্রমুখ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন