শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

সরকার জিয়ার অবদান মুছে ফেলার চক্রান্ত করছে প্রস্তুতি সভায় ডা. শাহাদাত

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২৩ মার্চ, ২০১৯, ১২:০৪ এএম | আপডেট : ৬:১৯ এএম, ২৩ মার্চ, ২০১৯

 মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়ার উর রহমান শুধু স্বাধীনতার ঘোষণাই দেননি, তিনি জীবনবাজি রেখে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন। অথচ বর্তমান সরকার মুুুক্তিযুদ্ধে তার অবদান মুছে ফেলার চক্রান্ত করছে। তবে দেশপ্রেমিক জনতা তার অবদান স্মরণ করবে। তিনি গতকাল শুক্রবার নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপনে এক প্রস্তুতি সভায় এ কথা বলেন। সভায় উৎসবমুখর পরিবেশে দিবসটি উদযাপনে ব্যাপক কর্মসূচী গ্রহণ করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে আগামী ২৫ মার্চ বিকেল ৩টায় নগরীর ২নং গেইটস্থ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতা যুদ্ধের স্মৃতি বিজড়িত বিপ্লব উদ্যানে পুষ্পস্তবক অর্পণ এবং বিকেল ৪টায় চট্টগ্রাম মেট্টোপলিটন সাংবাদিক ইউনিয়ন হলে সম্মিলিত পেশাজীবী পরিষদের উদ্যোগে স্বাধীনতা দিবসের আলোচনা সভা। ২৬ মার্চ বিকেল ৩টায় নাছিমন ভবনস্থ দলীয় কার্যালয় থেকে বর্ণাঢ্য র‌্যালী। এছাড়া ২৫ মার্চ থেকে সপ্তাহব্যাপী নগরীর ১৫ থানা ও ৪৩ ওয়ার্ডে স্বাধীনতা দিবস এবং শহীদ জিয়ার কর্মময় জীবনের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন