রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার ৪৪ রাউন্ড গুলিসহ দারুসসালাম থানার আওয়ামী লীগ সভাপতি এবিএম মাজহারুল আনামকে আটক করা হয়েছে। রোববার বেলা ১১টার দিকে কক্সবাজারে যাওয়ার সময় বিমানবন্দরের প্রথম গেটেই তাকে ওই গুলিসহ আটক করেন নিরাপত্তাকর্মীরা।
পরে তাকে বিমানবন্দর থানায় সোপর্দ করা হলে ৫৪ ধারায় আটক দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়।
বিমানবন্দর থানার এসআই মশিউল আলম গণমাধ্যমকে জানান, আওয়ামী লীগ নেতা এবিএম মাজহারুল আনামের অভ্যন্তরীণ ফ্লাইটে করে কক্সবাজারে যাওয়ার কথা ছিল। এ সময় বিমানবন্দর গেটে তল্লাশির সময় তার কাছ থেকে ৪৪ রাউণ্ড গুলি উদ্ধার করা হয়। পরে তাকে থানায় সোপর্দ করা হলে ৫৪ ধারায় আটক দেখিয়ে আদালতে পাঠানো হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন