বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে নোয়াখালী জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের যৌথ উদ্যোগে নোয়াখালী প্রেসক্লাব সন্মুখে সোমবার সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্য্যন্ত এক গণঅনশন কর্মসূচী পালিত হয়। জেলা বিএনপি সভাপতি গোলাম হায়দার বিএসসির সভাপতিত্বে এতে প্রধান অিিতথি ছিলেন কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান, তৃণমূল সমন্বয়ক ও সাবেক এমপি মোহাম্মদ শাহজাহান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা বিএনপি সাধারন সম্পাদক এডভোকেট আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক সহিদুল ইসলাম কিরন, জেলা যুবদল সভাপতি নুরুল আমিন খান, সুধারাম থানা বিএনপি সভাপতি সলিম উল্লা বাহার, ভিপি জসিম উদ্দিন ও সাবের আহমদ প্রমুখ। সভায় বক্তারা কারাগারে অসুস্থ বিএনপি চেয়ারপার্সনের মুক্তি দাবি জানান অন্যথায় দূর্বার আন্দোলনের মাধ্যমে খলেদা জিয়াকে কারাগার থেকে মুক্ত করা হবে বলে হুশিয়ারী জানান।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন