মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

রূপগঞ্জে মুক্তিযোদ্ধাকে কুপিয়েছে সন্ত্রাসীরা

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২৬ মার্চ, ২০১৯, ১২:০৩ এএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মুক্তিযোদ্ধার বাড়ির পাশের চলাচলের রাস্তা দখলে বাঁধা দেওয়ায় সন্ত্রাসীরা মুক্তিযোদ্ধাকে কুপিয়ে জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। তাকে বাঁচাতে তার স্ত্রী ও ছেলে এগিয়ে গেলে সন্ত্রাসীরা স্ত্রীর শ্লীলতাহানির ঘটনা ঘটায় ও ছেলেকে বেধড়ক পিটিয়ে আহত করে। এ সময় মুক্তিযোদ্ধার বাড়িঘরে লুটপাট চালায় বলে অভিযোগ রয়েছে। গতকাল সোমবার দুপুরে উপজেলার দাউদপুর ইউনিয়নের খৈসাইর এলাকায় ঘটে এ ঘটনা।
মুক্তিযোদ্ধা মো. শহীদুল্লাহর থানায় দেওয়া লিখিত অভিযোগ থেকে জানা গেছে, তার বাড়ির পাশের চলাচলের রাস্তাটি তাইজুল ইসলাম, শাকিরুল ইসলাম দীর্ঘদিন ধরে দখলের পাঁয়তারা চালিয়ে আসছে। ঘটনাটি তিনি স্থানীয় ২নং ওয়ার্ডের ইউপি সদস্য ও এলাকার মাতব্বরদেরকে অবহিত করেন। পরে ইউপি সদস্য তাইজুল ও শাকিরুলকে এ ব্যাপারে নিষেধ করেন। গতকাল দুপুরে নিষেধাজ্ঞা অমান্য করে রাস্তা বন্ধ করে রাস্তায় ইটের দেয়াল নির্মাণ শুরু করেন তাইজুল ও শাকিরুল। এ সময় মুক্তিযোদ্ধা মো. শহীদুল্লাহ বাঁধা দেন। পরে দখলবাজরা তাদের আরো কয়েকজন সহযোগী নিয়ে মুক্তিযোদ্ধা শহীদুল্লাহকে কুপিয়ে জখম করেন। তাকে বাঁচাতে তার স্ত্রী হালিমা বেগম এগিয়ে এলে সন্ত্রাসীদের হাতে তিনি শ্লীলতাহানির শিকার হন। বাবাকে বাঁচাতে ছেলে রিয়াদ হোসেন এগিয়ে আসলে তাকেও বেধড়ক পিটিয়ে আহত করে। এক পর্যায়ে সন্ত্রাসীরা মুক্তিযোদ্ধার বাড়ি থেকে স্বর্ণালংকার, নগদ টাকা লুটে নেয়। এ ঘটনায় রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, মুক্তিযোদ্ধার উপড় হামলার ঘটনাটি ন্যাক্কারজনক। দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন