শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

বিজিবি-বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে সীমান্ত সম্মেলন

চুয়াডাঙ্গা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৬ মার্চ, ২০১৯, ১:১২ পিএম

চুয়াডাঙ্গা দর্শনার আইসিপি সম্মেলন কেন্দ্রে বিজিবি-বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার জেলার দর্শনা জয়নগর সম্মেলন কেন্দ্রে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে বাংলাদেশ দলের নেতৃত্ব দেন কুষ্টিয়া সেক্টরের সেক্টর কমান্ডার কর্ণেল বেনজীর আহমেদ, এএফডব্লিউসি, পিএসসি। এছাড়াও বিজিবি দলের ০৮ জন স্টাফ অফিসার উপস্থিত ছিলেন।

বিএসএফ দলের নেতৃত্ব দেন কৃষ্ণনগর সেক্টরের সেক্টর কমান্ডার ডিআইজি শ্রী পি কে আনান্দ, পিএমএমএস, পিএমজি। এছাড়াও বিএসএফ দলের ০৯ জন স্টাফ অফিসার উপস্থিত ছিলেন।

সীমান্তে নিরীহ বাংলাদেশী হত্যা বন্ধ, মাদকদ্রব্য পাচার রোধসহ সীমান্ত এলাকায় অপরাধ কর্মকান্ড রোধকল্পে ১৫০ গজের মধ্যে ৩ ফুটের উপরে কোন ফসলাদি না লাগানো, গত ২৮ জানুয়ারি ২০১৯ তারিখে বারাদি সীমান্তে নিহত অমিদুল হত্যাকান্ডের তদন্তে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান, মাদক চোরাচালান বন্ধে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান এবং তারকাটা বেড়া কাটাসহ সীমান্তের বিভিন্ন সমস্যা ও তার সমাধানের ব্যাপারে আলোচনা হয়।

পরিশেষে উভয় দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে সু-সম্পর্ক এবং অবৈধভাবে বাংলাদেশী ও ভারতীয় নাগরিক সীমান্ত পারাপার বন্ধের আশাবাদ ব্যক্ত করে সীমান্ত সম্মেলনটি শান্তিপূর্ণভাবে শেষ হয়।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন