রংপুরের পীরগাছায় উপজেলা প্রশাসন আয়োজিত স্বাধীনতা দিবসের সকল কর্মসূচি বর্জন করেছে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ। অপরদিকে কর্মসূচিতে উপস্থিত ছিলেন না উপজেলা আওয়ামীলীগ।
গত ১৮ মার্চ উপজেলা পরিষদের নির্বাচনে আওয়ামীলীগ মনোনিত প্রার্থী আব্দুল্লাহ আল মাহমুদ মিলনের সঙ্গে এক মুক্তিযোদ্ধার অনাকাঙ্খিত ঘটনা ঘটে। এরই প্রতিবাদে গত বৃহস্পতিবার উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ মানববন্ধন ও সমাবেশে করে। ওই সমাবেশে মুক্তিযোদ্ধারা তাদের দাবি পূরণ না হলে ২৬ মার্চের সকল কর্মসূচি বর্জনের ঘোষণা দেন। এরই অংশ হিসেবে দাবি পূরণ না হওয়ায় তারা উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত স্বাধীনতা দিবসের সকল কর্মসূচি বর্জন করেন।
অপরদিকে উপজেলা আওয়ামীলীগের নেতাকর্মীদের উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে অংশ নিতে দেখা যায়নি।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাকিম সরদার জানান, কর্মসূচিতে সঠিক সময়ে উপস্থিত হতে না পারায় উপজেলা প্রশাসনের আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ করা সম্ভব হয়নি।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ওয়াজেদ আলী বলেন, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানসহ সকল কর্মসূচি বর্জন করা হয়েছে। আমরা আলাদা ভাবে পতাকা উত্তোলন ও শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন করেছি।##
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন