নেত্রকোনা জেলা সংবাদদাতা : নেত্রকোনা জেলা যুবদল নেতা অঞ্জন কুমার দাস ভূট্টো(৪০) হত্যা মামলার পলাতক প্রধান আসামী আজাদ সুলতান অনুকুল ফারাসকে (৩৭) বৃহস্পতিবার ভোররাতে ডিবি পুলিশ ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার বাইশিমুল গ্রাম থেকে গ্রেফতার করেছে।
নেত্রকোনা জেলা যুবদল নেতা অঞ্জন কুমার দাস ভূট্টো গত বছরের ২ জুলাই রাত সাড়ে ৮টার দিকে আনন্দ বাজার এলাকার সাইফুল ইসলাম বাবলুর ব্যবসায়িক চেম্বারে বসে বন্ধুদের সাথে আড্ডা দেয়ার সময় পেটে গুলিবিদ্ধ হন। তাকে উদ্ধার করে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পরে আশংকাজনক অবস্থায় ঢাকায় নেয়ার পথে সে মারা যায়। এ ব্যাপারে নিহতের মা আরতী রানী দাস বাদী হয়ে আজাদ সুলতান অনুকুল ফারাস, ডাঃ টিটু সাহা, সাইফুল ইসলাম বাবলুকে আসামী করে ৪ জুলাই নেত্রকোনা মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করে। পুলিশ ডাঃ টিটু সাহা ও সাইফুল ইসলাম বাবলুকে গ্রেফতার করতে সক্ষম হলেও মামলার প্রধান আসামী অনুকুল আজাদ সপরিবারে পালিয়ে যায়। ডিবি পুলিশ মোবাইল ট্যাকিংয়ের মাধ্যমে মামলার প্রধান আসামী অনুকুল আজাদের অবস্থান চিহ্নিত করে গত বৃহস্পতিবার ভোর রাতে ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার বাইশিমুল গ্রামে ঝটিকা অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন