শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

জুলহাজ-তনয় হত্যা মামলার আসামি শিহাব ফের রিমান্ডে

প্রকাশের সময় : ২০ মে, ২০১৬, ১২:০০ এএম

কোর্ট রিপোর্টার : রাজধানীর কলাবাগানের জুলহাজ মান্নান ও মাহবুব তনয় হত্যা মামলার আসামি জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সদস্যের শিহাবকে ফের পাঁচদিন রিমান্ডে নেয়ার অনুমতি দিয়েছেন আদালত। গতকাল ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম আলমগীর কবির এ আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের পরিদর্শক বাহাউদ্দিন ফারুকী আসামি শরিফুল ইসলাম শিহাবকে আদালতে হাজির করে ১০ দিন রিমান্ডে নেয়ার আবেদন করেন। শুনানি শেষে আদালত পাঁচদিন রিমান্ডে নেয়ার অনুমতি দেন।
রিমান্ড আবেদনে বলা হয়, এই আসামি আনসারুল্লাহ বাংলা টিমের সক্রিয় সদস্য এবং অস্ত্র সরবরাহকারী। এই ঘটনার মূল রহস্য উদ্ঘাটন ও পলাতক অপর আসামিদের গ্রেফতারের জন্য তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা জরুরি। এর আগে গত ২৫ এপ্রিল কলাবাগানে বাসায় ঢুকে জুলহাজ মান্নান ও তাঁর বন্ধু মাহবুব তনয়কে কুপিয়ে হত্যা করে দুবৃত্তরা। জুলহাজ যুক্তরাষ্ট্রের সাহায্য সংস্থা ইউএসএআইডিতে কর্মরত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন