বগুড়া অফিস : শপথের বিষয়ে জেলা প্রশাসকের পরামর্শ নিতে এসে গ্রেফতার হয়েছেন বগুড়ার সান্তাহার পৌরসভার নবনির্বাচিত মেয়র ও বিএনপি নেতা তোফাজ্জল হোসেন ভুট্ট।বৃহস্পতিবার দুপুরে গোয়েন্দা পুলিশ বগুড়া জেলা প্রশাসকের কার্যালয় থেকে তাকে গ্রেফতার করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আদমদীঘি থানার ওসি শওকত কবিরের নেতৃত্বে বগুড়ার গোয়েন্দা পুলিশের একটি দল দুপুর ২টার দিকে জেলা প্রশাসকের কার্যালয় থেকে সান্তাহার পৌরসভার নবনির্বাচিত মেয়র ও বিএনপি নেতা তোফাজ্জল হোসেন ভুট্টকে গ্রেফতার করে। গ্রেফতারের পরপরই তাকে ডিবি অফিসে নিয়ে যাওয়া হয়। কিন্তু পুলিশের পক্ষ থেকে গ্রেফতারের বিষয়টি এখনো স্বীকার করা হয়নি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন