ফরিদপুরের চন্দ্রপাড়া দরবার শরীফের প্রতিষ্ঠাতা হযরত মাওলানা শাহ্সুফী আবুল ফজল সুলতান আহম্মদ শাহ্ চন্দ্রপুরী (রাঃ) এর ৩৫তম বেছালত দিবস গতকাল বৃহস্পতিবার সকালে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে। মোনাজাত পরিচালনা
করেন গদ্দিনশীন পীর শাহ্ সুফী সৈয়দ কামরুজ্জামান। এর আগে হাজার হাজার ভক্ত আশেকান সমবেত হয়ে কোরআন তেলাওয়াত, জিকির, মিলাদ মাহফিল ও পীরের ওয়াজ নছিহত শ্রবণ করেন।
সকালে অসহায় ও দুস্থ ৫০৩ জন জাকরানের মাঝে অনুদানের চেক তুলে দেন পীর শাহ্ সুফী সৈয়দ কামরুজ্জামান।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন