মহানগরীর একটি অভিজাত আবাসিক হোটেল থেকে বিশ্ব ব্যাংকের সাহায্যপুষ্ট এলজিইডি’র একটি প্রকল্পের পরমর্শক প্রকৌশলী গোলাম মোস্তফার লাশ উদ্ধার করা হয়েছে। প্রায় ৭০ বছর বয়স্ক গোলাম মোস্তফা ২৬মার্চ নগরীর হোটেল এরিনার ৩০৪ নম্বর কক্ষে ওঠেন। গত ২৭মার্চ দিনভরই তিনি বরিশালে এলজিইডি অফিসে সংশ্লিষ্ট প্রকল্পের বিষয়ে একাধিক বৈঠকের পরে বিকেলের দিকে হোটেল কক্ষে প্রবেশের আগে গতকাল বৃহস্পতিবার সকাল ৮টার মধ্যে তাকে নাস্তা দেয়ার অনুরোধ করে দরজা বন্ধ করেন। কিন্তু বৃহস্পতিবার সকাল ৮টায় নাস্তা নিয়ে হোটেল বয় বার বারই তার কক্ষের দড়জায় টোকা দিলেও কোন সাড়া শব্দ না পেয়ে ম্যানেজারকে বিষয়টি অবিহিত করেন। হোটেল কর্তৃপক্ষ বিষয়টি বিএমপি’র কোতয়ালী পুলিশকে অবহিত করে। পাশাপাশি এলজিইডি’র বরিশাল অফিসেও খবর দেয়া হয়।
খবর পেয়ে পুলিশ দ্রুত হোটেলে পৌছে এলজিইডি’র প্রকৌশলীদের উপস্থিতিতে হোটেলের দরজার ছিটকানি ভেঙে ভেতরে প্রবেশ করে বাথরুমের কোনায় প্রকৌশলী মোস্তফার নিথর দেহ পড়ে থাকতে দেখেন। লাশের সুরতাল করে ময়নাতদন্তে মর্গে পাঠানো হয়। গতকাল বিকেলে ঢাকা থেকে গোলাম মোস্তফার পরিবারের লোকজন বরিশালে পৌছান। সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করে পরিবারের কাছে প্রকৌশলীর লাশ হস্তান্তর করা হয়েছে বলে পুলিশের দায়িত্বশীল সূত্রে বলা হয়েছে। তবে প্রাথমিকভাবে গোলাম মোস্তফা স্ট্রোকজনিত কারনে মৃত্যুবরণ করেছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক দায়িত্বশীল সূত্রে বলা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন