যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেছেন, আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শৈশবের স্মৃতি বিজড়িত খেলার মাঠটিকে সংরক্ষণ করার উদ্যোগ নিয়েছি। বঙ্গবন্ধু এখানে খেলেছেন, তাই আমরা চাই এ মাঠটি সংরক্ষিত হোক। এ মাঠটিকে একটি খেলার মাঠে পরিণত করে আমরা সকল ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করব। এ জন্যই আমরা এখানে এসেছি। পাশাপাশি টুঙ্গিপাড়াতেও একটি স্টেডিয়াম নির্মাণের লক্ষ্য আমাদের রয়েছে। সচিবসহ মন্ত্রনালয়ের উর্ধতন কর্মকর্তাদের সাথে নিয়ে আমরা মাঠের স্থান পরিদর্শণ করেছি। আসা করছি অচিরেই আমরা বঙ্গবন্ধুর বাল্যকালের খেলার মাঠটি সংরক্ষণের জন্য মাঠ পর্যায়ে কাজ শুরু করবো। আমরা বঙ্গবন্ধুর বাল্যকালের খেলার মাঠটির ডিজাইন মাননীয় প্রধানমন্ত্রীকে দেখাব। প্রধানমন্ত্রী চূড়ান্ত অনুমোদন দিলেই আমরা কাজ শুরু করবো।
গতকাল বৃহস্পতিবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর শৈশবের খেলার মাঠ পরিদর্শণ শেষে প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এসব কথা বলেন
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন