রাজধানীর বনানীর এফ আর টাওয়ার ভবনটি রাজউকের অনুমোদিত নকশা লঙ্ঘন করে নির্মিত। রাজউকের চেয়ারম্যান আবদুর রহমান এ তথ্য জানিয়েছেন।
তিনি বিবিসি বাংলাকে বলেন, আজকে আগুন লাগার পর আমরা যখন তথ্য ঘাঁটতে গেছি, তখন আমরা এটা পেয়েছি। যে ভবনটিতে আগুন লাগে, সেটির ফাইল আমি যতটুকু দেখেছি, ১৯৯৬ সালের ১২ই ডিসেম্বর এটিকে একটি ১৮তলা ভবন হিসেবে করার জন্য নকশা অনুমোদন করা হয়।
কিন্তু এই ভবনটি নির্মাণ করা হয়েছে ২৩ তলা। শুধু তাই নয়, রাউজকের অনুমোদিত নকশা থেকে এই ভবনের নকশায় আরও অনেক বিচ্যূতি রয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন