রাজধানীর বানানীর এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডে নিহত ক্রিকেটার নাহিদুল ইসলাম তুষারের দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় নিজ বাড়িতে তার লাশ দাফন করা হয়। তরণ ক্রিকেটারের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারে চলছে শোকের মাতম।
নিহত তুষার উপজেলার ভানুয়াবহ গ্রামের এছাক আলীর ছেলে। এফআর টাওয়ারের ১৪ তলায় একটি ট্রাভেল এজেন্সিতে কর্মরত ছিলেন তিনি।
বিশ্বস্ত সূত্র জানায়, মাস্টার্স পাস করার পর ওই ট্রাভেল এজেন্সিতে চাকরি জীবন শুরু করেন তুষার। গেল চার বছর ধরে প্রতিষ্ঠানটিতে কাজ করছিলেন তিনি। গেল বৃহস্পতিবার ৯ তলার অগ্নিকাণ্ডে মারা যান। পরে তার লাশ কুর্মিটোলা জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়।
পরিচয় শনাক্ত হওয়ার পর ওই দিন রাতেই তুষারের মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়। এসময় তার বাড়িতে অসংখ্য মানুষ ভীড় জমান। তৈরি হয় শোকের আবহ। এদিন সকাল ১০টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে লাশ দাফন হয়।
মন্তব্য করুন