শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

বনানীর আবাসিক ভবনে আগুন নিয়ন্ত্রণে

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ মার্চ, ২০১৯, ৩:৩৫ পিএম

রাজধানীর বনানীতে আরও একটি ভবনে লাগা আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে। এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে ধোঁয়া আছে বেশ। আজ শুক্রবার  দুপুরে আগুন লাগার কিছুক্ষণ পরই সেটা নিয়ন্ত্রণে চলে আসে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মী জুয়েল রানা।
 
তিনি বলেন, আগুনের কবলে পড়া আবাসিক ছয়তলা ভবনটিতে থাকা লোকজন, যারা বের হয়ে এসেছিলেন রাস্তায়, তারা চাইলে আবার ফেরত যেতে পারেন।
 
বনানী ২৩ নম্বর রোডের ৪৩ নম্বর ছয়তলা আফসা ভবনের চারতলায় রান্না ঘরে এ আগুনের সূত্রপাত হয়। পরে আতঙ্কিত হয়ে ভবনটিতে থাকা লোকজন দ্রুত রাস্তায় বের হতে শুরু করেন।
 
এর আগে বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুর ১২টা ৫৫ মিনিটের দিকে বনানীর এফআর টাওয়ারে আগুন লাগে। ভয়াবহ এ অগ্নিকাণ্ডে ২৫ জনের প্রাণহানি ঘটে। একইসঙ্গে অর্ধশতাধিক মানুষ দগ্ধ ও আহত হয়ে রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।
 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন