শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

চীনের উদ্দেশে যুদ্ধজাহাজ প্রত্যয়ের চট্টগ্রাম ত্যাগ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩১ মার্চ, ২০১৯, ১২:০৪ এএম

আগামী ২২ হতে ২৫ এপ্রিল চীনে ইন্টারন্যাশনাল ফ্লিট রিভিউ এ অংশগ্রহণের জন্য নৌবাহিনীর যুদ্ধজাহাজ প্রত্যয় চট্টগ্রাম নৌজেটি ত্যাগ করেছে। শুক্রবার জাহাজটি চট্টগ্রাম নৌজেটি ত্যাগের সময় নৌবাহিনীর ঐতিহ্যবাহী রীতি অনুযায়ী সুসজ্জিত বাদকদল বাদ্যযন্ত্র পরিবেশনের মাধ্যমে জাহাজটিকে বিদায় জানায়।
এ সময় কমান্ডার বিএন ফ্লিট কমডোর এম কামরুল হক চৌধুরীসহ স্থানীয় নৌকর্মকর্তা, নাবিক এবং জাহাজে গমনকারী কর্মকর্তা ও নাবিকদের পরিবারবর্গ উপস্থিত ছিলেন। আইএসপিআরের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, চারদিন ব্যাপী এই মহড়ায় বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের নৌবাহিনীর জাহাজ, যুদ্ধবিমান এবং সামরিক ব্যক্তিবর্গ অংশগ্রহণ করবেন। বানৌজা প্রত্যয় জাহাজের অধিনায়ক ক্যাপ্টেন এম এম মেহেদী হাসান এর নেতৃত্বে ২৪জন কর্মকর্তাসহ ১১৭জন নৌসদস্য এ মহড়ায় অংশগ্রহণ করবে।
উল্লেখ্য, নৌ মহড়া ও শুভেচ্ছা সফর শেষে জাহাজটি আগামী ১৮ মে দেশে প্রত্যাবর্তন করবে।-আইএসপিআর

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন