স্টাফ রিপোর্টার : শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, জাতীয় বিশ্ববিদালয় কর্তৃক অধিভুক্ত কলেজসমূহের র্যাংকিংয়ের উদ্যোগ এসব শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সুস্থ প্রতিযোগিতা সৃষ্টির মাধ্যমে শিক্ষার মানোন্নয়নে ভ‚মিকা রাখবে।
শুক্রবার ঢাকার শাহবাগে জাতীয় যাদুঘর মিলনায়তনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের র্যাংকিংয়ে অধিভুক্ত সেরা কলেজসমূহকে এওয়ার্ড ও সনদ প্রদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন।
তিনি বলেন, উচ্চশিক্ষার উদ্দেশ্য হচ্ছে বিশ্বমানের শিক্ষাদান, জ্ঞানের সৃষ্টি, জ্ঞান বিতরণ, শিক্ষার্থীদের মধ্যে অনুসন্ধিৎস্যু মন সৃষ্টি এবং তাদের মানবিক গুণাবলি অর্জনে সহায়তা দান। যেখানে প্রতিযোগিতা নেই, সেখানে সাফল্য ও অগ্রগতির সম্ভাবনাও থাকে না।
শিক্ষামন্ত্রী বলেন, সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়সমূহের র্যাংকিংয়ের লক্ষ্যে অ্যাক্রেডিটেশন কাউন্সিল আইন প্রণয়ন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। দেশের উচ্চশিক্ষার মানোন্নয়ন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিকশনকে উচ্চশিক্ষা কমিশন হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেয়া হয়েছে।
তিনি বলেন, আমরা চাই আমাদের বিশ্ববিদ্যালয়সমূহ নিয়মিত শিক্ষা কার্যক্রমের পাশাপাশি গবেষণা, জ্ঞান অনুসন্ধান ও নতুন জ্ঞান সৃষ্টিতে ভূমিকা রাখবে। এ লক্ষ্য পূরণে বিশ্ববিদ্যালয় পর্যায়ে হেকায়েপ প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. হারুন-অর-রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নানও বক্তৃতা করেন।
অনুষ্ঠানে র্যাংকিংয়ে নির্বাচিত কলেজসমূহকে সনদ ও ক্রেস্ট প্রদান করেন শিক্ষামন্ত্রী। র্যাংকিংয়ে জাতীয় পর্যায়ে প্রথম ৫টি সেরা কলেজ হিসেবে সনদ গ্রহণ করে রাজশাহী কলেজ, ইডেন মহিলা কলেজ, ঢাকা কলেজ, ঢাকা কমার্স কলেজ এবং বরিশালের বিএম কলেজ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন