বেতনের দাবিতে রাজশাহী-নাটোর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে রাজশাহী জুট মিলের শ্রমিকরা। আজ সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে শ্রমিকরা সরকার নির্ধারিত সর্বনিম্ন আট হাজার তিন’শ টাকা বেতনের দাবিতে এ বিক্ষোভ করে।
বিষয়টি নিশ্চিত করে কাটাখালি থানার অফিসার ইনচার্জ (ওসি) নিবারন চন্দ্র বর্মন বলেন, ‘রাস্তা থেকে শ্রমিকদের সরিয়ে দেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’
জুট মিলের শ্রমিক ইউনিয়নে সভাপতি জিল্লুর রহমান জানায়, আগে ৪১’শ ৫০ টাকা ছিলো। বর্তমানে সর্বনিম্ন আট হাজার তিন’শ টাকা ঘোষণা হলেও বাস্তবায়ন না হওয়া পর্যস্ত আন্দোল চলবে। আগামীকাল দুই এপ্রিল ৭২ ঘন্টার কর্ম বিরতির কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন